ইসমাইল হোসেনঃ সখীপুরে দুস্থ্য, অসহায় ও হত দরিদ্র্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের শ্রীপুর রাজনীতির মোড় বাজারে শীত বস্ত্র বিতরণ করা হয়। ‘বঙ্গবন্ধু স্মৃতি সংসদ’ নামের একটি সংগঠন এ শীত বস্ত্র বিতরণের আয়োজন করে। অনুষ্ঠানে ওই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদলের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, ওসি আমীর হোসেন, কালিয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসান, কাকড়াজান ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আ.সাত্তার, উপজেলা আ.লীগের সদস্য শামছুল হক বিএবিএড, শিবলী সাদিক, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রনি আহম্মেদ, জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক আ. মালেক শুকু মেলিটারি, ওয়ার্ড় আ.লীগের সভাপতি আ. মান্নান, শামছুল হক, আ.লীগ নেতা জামাল হোসেন মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন। ওই সংগঠনের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাদল জানান, সংগঠনের একদল তরুন কর্মী প্রায় এক মাস আগে থেকে কাকড়াজান ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাত’শ দুস্থ্য, অসহায় ও হত দরিদ্র্য বয়োবৃদ্ধ নারী-পুরুষকে বাচাই করে তাঁদের মাঝে শীত বস্ত্র একটি করে কম্বল দেওয়া হয়েছে। সংগঠন থেকে ভবিষ্যতে মানবতার সেবায় আরও উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান। কম্বল পাওয়া বয়োবৃদ্ধ নারী-পুরুষদের অনেকের ভাষ্যমতে, তারা খুবই মানবেতর জীবন যাপন করছেন। গরীব মানুষের কথা ভেবে তাদের পাশে দাঁড়ানোর জন্য মহতী কাজের প্রশংসা করেন।
Leave a Reply