নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ব্যক্তি উদ্যোগে দরিদ্রের মাঝে চাল, আলু, ডাল সম্বলিত খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে। শনিবার সকালে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের ছেলে কামরুল হাসান আজাদ ব্যক্তিগত অর্থায়নে এ সামগ্রী বিতরণ করেন। জানা গেছে, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সাধারণ সম্পাদক কামরুল হাসান আজাদ ব্যক্তিগত তহবিল থেকে শনিবার সকালে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে শতাধিক হতদরিদ্র ব্যক্তির মাঝে চাল, আলু, ডাল, পেঁয়াজ, তেল ও সাবান সম্বলিত খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন। এ সময় ব্যক্তি বিশেষ নগদ অর্থও বিতরণ করা হয়। কামরুল হাসান আজাদ বলেন, দেশের সার্বিক পরিস্থিতি মহামারীতে সরকারের পাশাপাশি বাংলাদেশের ধনী ব্যক্তিরা যদি গরীবদের উপকারে তাদের হাত বাড়িয়ে দেন তাহলে কোন গরীবকে না খেয়ে দিন কাটাতে হবে না।
Leave a Reply