নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া সাধারণ হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা যুবলীগ। আজ রোববার দিনব্যাপী একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের ২৫০টি পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, পেঁয়াজ। এ সময় সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, উপজেলা যুবলীগের আহ্বায়ক এমএ সবুর, যুগ্ম আহবায়ক আলমাস আজাদ ও সজিব আহমেদসহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে যুবলীগের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মাধ্যমে এসব পন্য সামগ্রী অসহায়দের বাড়ি বাড়িতে পৌঁছে দেওয়া হয়।যুবলীগের যুগ্ম-আহবায়ক আলমাস আজাদ বলেন, নিজেরাই তালিকা করে আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু খাদ্য সামগ্রী সখীপুরের মানুষের হাতে তুলে দেয়ার চেষ্টা করছি। যেকোন প্রয়োজনে সব সময় নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের পাশে থাকবে উপজেলা যুবলীগ।
Leave a Reply