মোজাম্মেল হক সজল: মানুষ গড়ার কারিগর এ দেশের নন এমপিও শিক্ষকরা কি মানুষ? এদের কি বাবা-মা, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন আছে? এরা কি সমাজ সংসার ও সভ্যতার অন্তরালে? এদের কি স্বাধীন বাংলায় বেঁচে থাকার অধিকার আছে?
বর্তমান এই করোনার ভাইরাসের মহামারির সময়ে এ দেশের মাননীয় নীতি নির্ধারকদের মনে এই প্রশ্নগুলো কি জাগেনা? রাত যায়, দিন আসে, এ দেশের এমপি, মন্ত্রীদের আসন পরিবর্তন হয়, শুধু নন এমপিও শিক্ষকদের ভাগ্য পরিবর্তন হয়না!
এই সময় এই দেশে নন এমপিও শিক্ষকদের চুলা কি জ্বলে? এরা কি খায়, কিভাবে বাঁচে কেউ তার খোঁজ নেয় না।
এরা একটি শার্ট, একটি প্যান্ট কতো বছর ব্যবহার করে এ দেশের সভ্য সমাজ তা জানে না।
রোহিঙ্গারাও তো বঙ্গবন্ধুর বাংলায় নিরাপদে বেঁচে আছে। তিন বেলা খাবার খায়।
মাননীয় প্রধানমন্ত্রী, নন এমপিও শিক্ষকরাও দু’বেলা দু’মুঠো ভাত খেয়ে বাঁচতে চায়। ওরা শুধু ডাল ভাত খেতে চায়। নন এমপিও শিক্ষকরা তাঁদের অধিকার চায়। আপনার কাছে নিশ্চয় এটা খুব বেশি চাওয়া নয়। আপনার কাছে আমার এই লেখা ও নন এমপিও শিক্ষকদের বাস্তবতার চিত্র পৌঁছবে না জানি। তার পরেও বিনয়ের সঙ্গে বলছি- যোগ্যতা নিয়ে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানে চাকুরি নিয়ে তাঁরা বেতন পাবেনা কেন? না হলে প্রতিষ্ঠান বন্ধ করে দিন। [ফেসবুক থেকে নেয়া]
–এসবি/সাইফুল ইসলাম সানি
Leave a Reply