নিজস্ব প্রতিবেদকঃ দরিদ্র্য কৃষকের ধান কেটে দিলেন শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার উপজেলার কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ওই কৃষকের পাকা ধান কেটে দিয়েছেন। তাদের সহযোগিতা করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। ওই কৃষকের নাম মাহবুব হোসেন। তার বাড়ি কচুয়া পূর্বপাড়া। তিনি পেশায় একজন চা বিক্রেতা। কচুয়া বাজারে চা বিক্রির পাশাপাশি তিনি এবার ৩৫ শতাংশ জমি বর্গা নিয়ে বোরো চাষ করেন। দুই মাস ধরে চা বিক্রি বন্ধ। হাতে কোনো টাকা পয়সাও ছিলনা তার। অভাবের তাড়নায় ধান কাটতে পারছিলেন না। এ খবর জেনে সখীপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, ম্যানেজিং কমিটির সদস্য, এলাকাবাসী ওই কৃষকের ধান কেটে ব্যবস্থা নেন। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সহযোগিতায় আজ সোমবার সকালে তাঁরা ৩৫ শতাংশ ক্ষেতের ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
ধান কাটায় অন্যান্যের মধ্যে সহযোগিতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইদ্রিস আলী সিকদার, প্রধান শিক্ষক তুলা মিয়া, কচুয়া বাজার বণিক সমবায় সমিতির সভাপতি শামছুল হক, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জনাব মিন্টু মিয়া, সাইফুল ইসলাম, সাবেক সদস্য আবুল হাশেমসহ আরও অনেকেই। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় গরীব কৃষকের ধান কেটে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতার উদ্যোগ নিয়েছি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইদ্রিস আলী সিকদার জানান, এই মহামারিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের উচিৎ। প্রধান শিক্ষক তুলা মিয়া বলেন, কৃষক ও চা-বিক্রেতা মাহবুবের ছেলে আমাদের বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। মাহবুব একজন অভিভাবক। এ দুর্যোগে একজন অভিভাবকের পাশে দাঁড়াতে পেরে আনন্দ লাগছে।
বর্গা চাষী মাহবুব জানান, ধান কাটা নিয়া চিন্তায় ছিলাম। সম্মানী মানুষগুলো আমার ক্ষেতের ধান কেটে দিল। আমার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই।
Leave a Reply