নিজস্ব প্রতিবেকঃ সখীপুরে বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক ধান কাটার শ্রমিকদের মাঝে খিঁচুরি বিতরণ করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে থানার অফিসার ইনচার্জ মো. আমির হোসেনের নেতৃত্বে উপজেলা পরিষদ ও মোখতার ফোয়ারা চত্বর এলাকা ঘুরে ঘুরে শ্রমিকদের মাঝে খিঁচুরি বিতরণ করা হয়। এই সময় ওসি (তদন্ত) লুৎফুল কবির, সেকেন্ড অফিসার এসআই বদিউজ্জামান, এসআই ফয়সাল আহম্মেদ বিতরণে অংশ নেন।
জানা যায়, প্রতি বছরের মতো বিভিন্ন উপজেলা থেকে সখীপুরে ধান কাটার কাজ করতে এসেছেন শ্রমিকরা। একদিকে করোনাভাইরাসের ভয় অন্যদিকে বৃষ্টি। এর মধ্যে কাজ না পেয়ে পৌর এলাকার বিভিন্ন স্থানে বসে ছিলেন তারা। সংবাদ পেয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমির হোসেন তাদের মাঝে খিচুড়ি বিতরণ করেন।
ওসি আমির হোসেন বলেন, কাজের জন্য বিভিন্ন উপজেলা থেকে শ্রমিক সখীপুরে এসেছে। সারাদিন কাজ না পেয়ে ওইসব ‘দুস্থ শ্রমজীবি মানুষ পৌর শহরের বিভিন্ন জায়গায় বসে ছিলেন। শনিবার রাতে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ না পাওয়া শ্রমিকদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।
Leave a Reply