নিজস্ব প্রতিবেদক: সখীপুরে বিষপানে দুই সন্তানের জননী রোকসানা বেগম (২৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ভোররাতে স্বামীর বাড়ি উপজেলার কাকড়াজান ইউনিয়নের ঢনঢনিয়া বড়বাইদ পাড়া গ্রামে ওই গৃহবধূ মারা যান। রোকসানা বেগম ওই গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
জানা যায়, রোকসানা গত ২৪ মে রোববার সন্ধ্যায় দুই সন্তানকে নিয়ে শ্বশুড়ের সঙ্গে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে ওই গৃহবধূ বিষপান করে। এ সময় স্বামী বাড়ির বাহিরে ছিলেন। রাতেই গুরুতর অসুস্থ্য অবস্থায় তাকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পরে অবস্থায় অবনতি হলে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইদিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে মঙ্গলবার বাড়ি নিয়ে আসা হয়। পরে রাত তিনটার দিকে অসুস্থতা বেড়ে গেলে তার মৃত্যু হয়।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম বলেন- লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply