নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে ব্যক্তি উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার প্রতিমা বংকী পূর্বপাড়া জামে মসজিদের সামনে এসব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সখীপুর উপজেলা কৃষকলীগের সভাপতি মো. রহিজ উদ্দিন, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মালেক মিয়া, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. মফিজুল ইসলাম, আনোয়ার হোসেন, ইউপি সদস্য আলতাফ হোসেন, হুমায়ুন কবির স্কুল শিক্ষক রফিকুল, আসিবুল হক সজীব প্রমুখ। এসময় এলাকার দুইশতাধিক অসহায় ও দুস্থদের মাঝে চিনি, সেমাই, সাবান ও গুঁড়ো দুধ প্যাকেট বিতরণ করা হয়। এর আগেও দুইশতাধিক অসহাদের মাঝে চাউল, ডাউল, তেল, আলু বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে অধ্যক্ষ মো. রহিজ উদ্দিন বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায়দের সামান্য সহযোগীতা করেছি ভবিষ্যতে আরও করবো।
Leave a Reply