নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক পলাশ ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক হাফিজুর রহমান চৌধুরী সখীপুর প্রেসক্লাবের সদ্যস্যদের জন্য ২০টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ও মাস্ক উপহার দিয়েছেন। রবিবার দুপুরে সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার ও সাধারণ সম্পাদক এনামুল হকের হাতে তিনি এ উপহার সামগ্রী তুলে দেন। এমসয় প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাফলু, প্রেসক্লাবের অর্থ সম্পাদক জুয়েল রানা প্রমুখ উপস্থিত ছিলেন। হাফিজুর রহমান চৌধুরী পলাশ বলেন, সাংবাদিকেরা সামনে থেকে ঝুঁকি নিয়ে করোনাকালে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। তাঁদের সুরক্ষার জন্য দায়িত্ববোধ ও ভালোবাসা থেকে আমি এসব উপহার সামগ্রী দিয়েছি। সাংবাদিকদের পাশে থাকতে আমি আমার খুবই ভালো লাগছে । ভবিষ্যতেও সাংবাদিকদের যে কোন প্রয়োজনে তিনি পাশে থাকবেন বলেও জানান। প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক পিপিই ও মাস্ক উপহার দেওয়ায় হাফিজুর রহমান চৌধুরী পলাশকে প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পলাশের বাড়ি উপজেলার শোলাপ্রতিমা গ্রামে। সে স্কুল শিক্ষক আশরাফ সিদ্দিকীর ছেলে।
Leave a Reply