নিজস্ব প্রতিবেদক: সখীপুর উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে করোনা দুর্গতদের ঈদ উপহার দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে অন্যান্যের মধ্যে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা আনোয়ার প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে করোনাকালে কর্মহীন, দরিদ্র্য, অসহায় ও দুস্থ এমন ১২০০টি পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়েছে। ঈদ উপহার হিসেবে দুস্থ পরিবারে ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই, ১কেজি আতপচাল, ১ট সাবান ও ১লিটার সয়াবিন তৈল দেওয়া হয়েছে।
Leave a Reply