নিজস্ব প্রতিবেদক: অসহায় দুস্থ ও দরিদ্র ৩০০ পরিবারের মাঝে প্রয়াত আবদুল মিয়ার পরিবারের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার উপজেলার হাতীবান্ধা যাদবপুর বহুরিয়া ও পৌরসভার দরিদ্রদের হাতে এ ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। আবদুল মালেক মিয়ার ছেলে সিনিয়র সহকারী সচিব আমীন শরীফ সুপন,আওলাদ হোসেন সুমন, এমএ কামাল, হাতীবান্ধা ইউনিয়ন আ.লীগের সভাপতি বাবু নরেশ চন্দ্র সরকার সাধারণ সম্পাদক শাহজাহান খান রবীন বিতরণ কাজে অংশ নেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, আতপচাল,পেঁয়াজ, সোয়াবিন তৈল,দুধ ও সাবান। আমীন শরীফ সুপন বলেন, আমাদের পরিবার সবসময় অসহায়দের পাশে ছিল। এবারও করোনাকালে দরিদ্রদের পাশে রয়েছে ভবিষ্যতেও থাকবে।
Leave a Reply