নিজস্ব প্রতিবেদক: সখীপুরে সৌদি আরব প্রবাসী শামীম আল মামুনের অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকার রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। গত ২১ রমজান শুক্রবার থেকে আজ ২৮ রমজান শুক্রবার পর্যন্ত প্রায় ১ হাজার ৬০০ পথচারী, অসহায়, ভাসমান শ্রমিক ও দুঃস্থদের মধ্যে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রবাসী শামীম সখীপুর পৌর শহরের শামীম টাওয়ারের স্বত্বাধিকারী এবং সৌদি আরবে তাঁর নিজস্ব ব্যবসা পরিচালনা করেন।

পথচারীদের হাতে ইফতার সামগ্রী তুলে দিচ্ছে স্বেচ্ছাসেবকরা।
স্বেচ্ছাসেবক সিজার, সুজন, হিমেল, কাউসার ও সোহান এ বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছেন।
স্বেচ্ছাসেবক সিজার ও সোহান জানায়, গত কয়েকদিনে সখীপুর পৌর শহরসহ উপজেলার বিভিন্ন বাজারের অসহায়দের মাঝে ইফতার সামগ্রী (বিরানী ও পানি) বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার কচুয়া বাজারে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানা গেছে।

পথচারী ভ্যান চালকের হাতে ইফতার সামগ্রী তুলে দিচ্ছে স্বেচ্ছাসেবকরা।
মুঠোফোনে সৌদি প্রবাসী শামীম আল মামুন জানান, ইফতারের সময় অনেক অসহায়, দুস্থ, ভাসমান শ্রমিক ও পথচারী সড়কেই অবস্থান করেন। তারা হঠাৎ রান্না করা খাবার পেয়ে খুব খুশি হন। মূলত তাদের জন্যই আমার এ ক্ষুদ্র আয়োজন।
এসবি/সানি
Leave a Reply