নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাংসদ, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীরশোক ও দুঃখ প্রকাশ করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইলে -০৮ আসনের সাংসদ এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের। এমপি জোয়াহেরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠসহচর জাতীয় চারনেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য সন্তান মোহাম্মদ নাসিমের মতো একজনগুণী, অভিজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগসহ সমগ্র জাতির অপূরণীয় ক্ষতি হলো যা সহজে পূরণ হবার নয়। জনসেবা, দেশপ্রেম ও মানুষের কল্যাণে তার অবদান জাতিশ্রদ্ধার সাথে সবসময় স্মরণ করবে। তিনি আরও বলেন, তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ঘনিষ্ঠতা যেমন ছিল ঠিক তেমনি একসঙ্গে আন্দোলন ও সংগ্রাম করেছি। এ সময় তিনি মরহুমের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
Leave a Reply