নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরের মুচারিয়া পাথার এলাকায় করোনায় আক্রান্ত পোশাককর্মীর বাড়িতে ইউএনও উপহার হিসেবে নিয়ে গেলেন ”মমতা দাওয়াই”। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা আক্রান্তের বাড়িতে গিয়ে এ উপহার দেন। এ সময় দুটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়। ইউএনও আসমাউল হুসনা বলেন, মুচারিয়া পাথার এলাকার আক্রান্ত ব্যক্তি একজন পোশাককর্মী। সোমবার দুপুরে দুটি বাড়ি লকডাউন ঘোষণা এবং ওই দুটি বাড়িতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার প্রদান করা হয়।
অন্যদিকে করোনা আক্রান্ত পোশাককর্মীর বাড়িতে উপহার হিসেবে “মানবতার দাওয়াই” নিয়ে যান। মোড়ানো একটি ব্যাগে আম, কলা, মাল্টা, লেবু, লিচু ও ভিটামিন সি জাতীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেন। ব্যাগে রাখা হয় একটি চিরকুট। তার শিরোনাম ছিল ‘মমতার দাওয়াই’। তাতে আক্রান্ত ব্যক্তির উদ্দেশ্যে লেখা হয়, ‘মনে সাহস রাখবেন, উপজেলা নির্বাহী অফিসার আপনার পাশে আছেন।’ উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা বলেন, রোগীর প্রতি মমত্ববোধ বাড়াতে এ উপহার দেওয়া হয়েছে। করোনা আক্তান্ত হলেও এরা আমাদের সমাজেরই। ওনাদের প্রতি মানবিক আচরণ করা দরকার। প্রসঙ্গত, এর আগে ইউএনও আসমাউল হুসনা লিজা করোনা আক্রান্ত (বর্তমানে সুস্থ) উপজেলার লাংগুলিয়া গ্রামে রিপন ও ব্যাংক কর্মকর্তা জুয়েল মাহমুদ এবং প্রেসক্লাবের সহ-সভাপতি তাইবুর রহমানের সহধর্মিণীর বাড়িতে “মমতার দাওয়াই” পাঠিয়ে ব্যাপক আলোচনায় আসেন।
Leave a Reply