নিজস্ব প্রতিবেদকঃ সরকারি নির্দেশ রয়েছে করোনাভাইরাস রোধে সব ধরনের গণজমায়েত থেকে দূরে থাকার। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। কিন্তু এ নির্দেশনা অমান্য করে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিভিন্ন পশুহাটে মানুষের মেলা বসেছে। ক্রেতা-বিক্রেতার চেয়ে পশু দেখতে আসা লোকের উপস্থিতিই বেশি। এতে উদ্বিগ্ন সচেতন মহল। রয়েছে করোনা ঝুঁকি। সপ্তাহে প্রতি বৃহস্পতিবার উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি পশুর হাট বসে। এ হাট উপজেলার মধ্যে অন্যতম বড় পশুর হাট। হাটে পশুর পাশাপাশি ক্রেতা-বিক্রেতার ভিড়সহ কাদা-বৃষ্টির মধ্যে চলছে বেচাকেনা। হাঁচি-কাশি, থুতু ফেলা, হাত মেলানোসহ বন্ধ নেই সংস্পর্শে আসার কোনো কিছুই। উপজেলার হামিদপুর এলাকা থেকে আসা মুসা ও মোস্তফা নামে দুই গরু বিক্রেতা বলেন, বাজারে কেউই স্বাস্থ্যবিধি মানছেন না। ঝুঁকি জেনেও জীবিকার তাগিদেই তারা বাজারে এসেছেন। এনামুল হাসান নামে এক ব্যক্তি জানান, উপজেলার মধ্যে কাকড়াজান ইউনিয়ন এখনও করোনামুক্ত। কিন্তু গরুর হাটে বিভিন্ন ধরনের লোক এসে হাত মেলাচ্ছেন। ক্রয়-বিক্রয়ের টাকা গণনা করছেন। এ বিষয়গুলোতে আমাদের সচেতন থাকা দরকার। স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন, স্বাস্থ্যবিধি মেনে যাতে গরু কেনা-বেচা করা হয় সেজন্য মাইকিং করা হচ্ছে। অন্যদিকে ইজারাদারদের সতর্ক করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শাহিনুর আলম বলেন, পশুর হাটে সামাজিক দূরত্ব না মানলে করোনাভাইরাস সংক্রমণের হার বাড়তে পারে। তাই সবাইকেই সচেতন থাকা দরকার।
Leave a Reply