নিজস্ব প্রতিবেদকঃ দৈনিক কালের কণ্ঠ সখীপুর উপজেলা শুভ সংঘ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার সখীপুর থানা কম্পাউন্ড ও দু’টি কলেজ ক্যাম্পাসে এই বৃক্ষর্পেণ কর্মসূচি পালন করা হয়। শুভ সংঘের সদস্যরা ওইদিন সকালে সরকারি মুজিব কলেজ ও বোয়ালী কলেজ ক্যাম্পাস এবং সখীপুর থানা চত্বরে কৃষ্ণচূড়া ও বকুল ফুলের চারা রোপণ করেন। পরে আরো কয়েকটি স্থানে চারা রোপণ করা হয়। সখীপুর থানার অফিসার ইন-চার্জ মো.আমির হোসেন প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় কালের কণ্ঠ’র সখীপুর প্রতিনিধি শুভ সংঘের উপদেষ্টা শাকিল আনোয়ার সখীপুর থানার সেকেন্ড অফিসার মো. বদিউজ্জামান, সরকারি মুজিব কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক আলীম মাহমুদ জুনিয়র, শুভ সংঘ কেন্দ্রীয় কমিটির সাধারণ সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সখীপুর শুভ সংঘের সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক তারিফ ইহসান আকাশ, যুগ্মসম্পাদক রেজভী শিকদার শান্ত, সাংগঠনিক সম্পাদক রেজাউল শিকদার রাজ সদস্য মিলন, দ্বীপ,ফিদেল,অনিক, জয়নাল আদেীন, শাকীল প্রমুখ উপস্থিত ছিলেন। ওসি আমির হোসেন বলেন, পরিবেশ রক্ষায় শুভ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত সময়েপেযোগী সিদ্ধান্ত। তিনি শুভ সংঘের সদস্যদের ধন্যবাদ জানান।
Leave a Reply