নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর বার্তাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর থানার ওসির নির্দেশে সখীপুরের বহেড়াতৈল নৌকা ঘাটের চাঁদাবাজি বন্ধ করা হয়েছে। মঙ্গলবার বিকালে থানার ওসি আমির হোসেন নৌকা ঘাটে গিয়ে নৌকার মাঝিদের সাথে কথা বলে চাঁদা না দেওয়ার নির্দেশ দেন। সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আমির হোসেন বলেন, বহেড়াতৈল নৌঘাটে চাঁদাবাজি বন্ধ করে দেওয়া হয়েছে। ওই ঘাট ইজারা না দেওয়া পর্যন্ত কেউ চাঁদাবাজি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের সামনে এলাকাবাসী ওই বহেড়াতৈল নৌকা ঘাটে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন করে।
Leave a Reply