নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে নবম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসাছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে।বৃহস্পতিবার বিকেলে কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুতের হস্তক্ষেপে ওই ছাত্রী বাল্যবিয়ে থেকে রক্ষা পায়। বিষয়টি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ জানান, সাপিয়াচালা গ্রামের মৃত ইউসুফ আলী মাষ্টারের মেয়ে মাদ্রাসাছাত্রী মারিয়ার সাথে পাশের ঘাটাইল উপজেলার সাগরদিঘি এলাকার এক ছেলের সাথে বিয়ের কথা চলছিল। খবর পেয়ে তিনি ইউপি সদস্যদের নিয়ে কনের বাড়ির অভিভাবকদের সাথে বাল্যবিয়ের কুফল সম্পর্কে অবহিত করেন। পরে নাবালিকা কন্যার ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকার করেন অভিভাবকরা।
Leave a Reply