নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় উপজলোর বোয়ালী ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে সবুজ পরিবেশ আন্দোলন উপজেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ। এছাড়াও বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ সাঈদ আজাদ, সখীপুর প্রেক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, বিএলএস চাষী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি রাজু আহমেদ, কবি শাহআলম সানী, প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জুলহাস গায়েন, সবুজ পরিবেশ আন্দোলন সখীপুর উপজেলা শাখার সভাপতি আহাম্মেদ কামাল, সাধারণ সম্পাদক আল- আমিন সিকদার, কবি সাইফুল ইসলাম বারী প্রমুখ।
Leave a Reply