নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে আবদুল বাছেত (৪৫) নামের এক মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আসমাউল হুসনা লিজা শুক্রবার সন্ধ্যায় মাদক সেবনের অপরাধে এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত মাদকসেবী আবদুল বাছেত পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার হরিরামপুর কষ্টাপাড়া এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে মাদকসেবী আবদুল বাছেতকে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের বড় মৌশা এলাকায় স্থানীয় জনতা আটক করে রাখে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী আসিফ জানান, সে দীর্ঘদিন ধরে সখীপুরের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছে। শুক্রবার দুপুরের দিকে মাদকসহ সেবনরত অবস্থায় স্থানীয় জনতা তাকে আটক করে রাখে। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আসমাউল হুসনা লিজা জানান, জনতার হাতে আটক আবদুল বাছেত আদালতের কাছে মাদকসেবনের অপরাধ স্বীকার করায় তিন মাসের জেল দেওয়া হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে টাঙ্গাইল কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
Leave a Reply