নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে মুখে মাস্ক ব্যবহার না করায় ১৪ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে পৌরশহরের বিভিন্ন এলাকায় ইউএনও আসমাউল হুসনা লিজা এ আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার না করায় ব্যবসায়ী, পথচারী ও সিএনজি চালকসহ ১৪ জনকে ৬ হাজার ২’শ টাকা জরিমানা করা হয়। আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসন ঘোষিত ‘নো মাস্ক, নো সার্ভিস’ কর্মসূচির অংশ হিসেবে মাস্ক ব্যবহার না করায় ১৪ জনকে ৬ হাজার টাকা ২’শ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Leave a Reply