নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও শাহাদতবার্ষিকীতে ১০০ কোরআন খতম, ৫০০ এতিমের মাঝে খাবার দেওয়া হয়েছে। এছাড়াও বনবিভাগের সহযোগিতায় এক হাজার বনজ ফলজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে। সখীপুর উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজার ব্যক্তিগত উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা বলেন, ব্যক্তিগত দায় থেকে জাতির পিতার আত্নার শান্তির জন্যে তাঁর মৃত্যুবার্ষিকীতে এ কর্মসূচি পালন করেছি। তিনি বলেন, উপজেলার বিভিন্ন মসজিদের ঈমামদের দিয়ে কোরআন খতম দেওয়া হয়েছে। বিভিন্ন এতিম খানায় এতিমদের মাঝে খাবার ও বিভিন্ন প্রতিষ্ঠানে বনবিভাগের সহযোগিতায় এক হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। এটা করতে পেরে আমার খুব ভালো লাগছে। আমার আত্নাও শান্তি পাচ্ছে। এদিকে সকালে উপজেলা প্রশাসন আলোচনা সভা ও কবিতা আবৃত্তির আয়োজন করে।
উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হসনা লিজার সভাপতিত্ব করেন। এতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় আ.লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার, সহকারী কমিশনার(ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা, ওসি তদন্ত লুৎফুল কবীর, মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুুুল ইসলাম বক্তব্য দেন। ইউএনও আসমাউল হুসনা লিজা, মহিলা আ.লীগের সভাপতি কবি মোসলিমা খাতুন, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, কবি সাইদুর রহমান ও বজলুর রহমান খোকন বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি করেন। অন্যদিকে উপজেলা আ.লীগ দিবসটি পালন উপলক্ষে দোয়া মাহফিল ও আটটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণভোজের আয়োজন করে। পৌর আ.লীগে দলীয় কার্যালয়ের সামনে পৃথকভাবে গণভোজের আয়োজন করে। অপরদিকে উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু ও ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম (কাজী বাদল) ব্যক্তিগত উদ্যোগে বন্যা কবলিত একায় ৫০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।
Leave a Reply