নিজস্ব প্রতিবেদক: শুরু হচ্ছে “ডিজিটাল সখিপুর” -এর আয়োজনে ফটোগ্রাফি প্রতিযোগিতা-Beauty OF Sakhipur-। ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর চলবে এই প্রতিযোগিতা।
কন্টেস্টে অংশগ্রহণ করতে চাইলে “ডিজিটাল সখিপুর” -এর ফেইসবুক পেইজে আপনার তুলা সখীপুরের প্রাকৃতিক দৃশ্যের ছবি, লোকেশন, ডিভাইসের নাম এবং ছবির সাথে মিল রেখে ক্যাপশন দিয়ে ইনবক্স করতে হবে।
জুরি বোর্ড এবং পোস্টের লাইক কমেন্টস আর শেয়ার এর উপর ডিপেন্ড করে ২৩ তারিখ রাতে এনাউন্সমেন্ট হবে প্রতিযোগিতার ফলাফল।
প্রতিযোগিতায় বিজয়ী ৩ জনকে দেয়া হবে আকর্ষণীয় পুরস্কার।
এই ফটোগ্রাফি প্রতিযোগিতার নিউজ পার্টনার “সখীপুর বার্তা”।
প্রতিযোগিতার সমন্বয়ক কামরুজ্জামান কনক বলেন, আমরা চাচ্ছি মূলত সখীপুরের সৌন্দর্য এই ফটোগ্রাফি কনটেস্ট -এর মাধ্যমে সারা দেশবাসীর কাছে ফুটে উঠুক।
দীর্ঘদিন যাবত চলমান করোনা পরিস্থিতিতে পার করছি আমরা এই ফটোগ্রাফি প্রতিযোগিতা আমাদের মানষিক ভাবে রিফ্রেশমেন্ট করে তুলবে।
–এসবি/সানি
Leave a Reply