নিজস্ব প্রতিবেদক: সখীপুরের দুই কৃতি সন্তান ঢাকাস্থ সখীপুর উপজেলা সমিতির সভাপতি সাবেক যুগ্ম সচিব খলিলুর রহমান ও জনতা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিঃ এর সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার সাইফুল ইসলামের মৃত্যুতে দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে উপজেলা হল রুমে ঢাকাস্থ সখীপুর উপজেলা স্টুডেন্ট এসোসিয়েশন (ডিএসটিএস) এ স্মরণ সভার আয়োজন করে। ডিএসিটিএস এর সভাপতি সাদ্দাম হোসেন উদয় সভাপতিত্ব করেন। খলিলুর রহমানের বাড়ি উপজেলার কালিদাস ও সাইফুল ইসলামের বাড়ি কচুয়া গ্রামে। দু’জনই করোনা আক্রান্ত হয়ে গত ২ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে মারা যান। স্মরণ সভায় সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, সাবেক উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, ডেসকোর পরিচালক প্রকৌশলী আতাউল মাহমুদ, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান,কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম মেছের উদ্দিন মিয়া, অধ্যাপক দেলুয়ার শিকদার, অধ্যাপক আহাম্মদ আলী, সরোয়ার পারভেজ, মোশারফ হোসাইন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আল মামুন, সাখাওয়াত রিপন, এনামুল হাসান বক্তব্য দেন। খলিলুর রহমানের পরিবারের পক্ষে হোসনে আরা ভূঁইয়া,হাসান রেজুয়ানুর রহমান এবং সাইফুল ইসলামের পরিবারের পক্ষে মোস্তফা আশরাফও বক্তব্য দেন। ডিএসটিএস এর সাধারণ সম্পাদক হামিদ শিকদার হিমেল স্মরণ সভাটি উপস্থাপনা করেন।
-এসবি/শাকিল
Leave a Reply