নিজস্ব প্রতিবেদক: সখীপুর উপজেলার দেবরাজ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া….রাজিউন)। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বার্ধক্যজনিত কারণে উপজেলার দেবরাজ গ্রামে তাঁর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর কোম্পানী কমান্ডার ছিলেন। এছাড়া তিনি কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবেও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি পাঁচ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পারিবারিক সূত্র সখীপুর বার্তাকে নিশ্চিত করেছে, আগামীকাল শনিবার বাদ জোহর দেবরাজ গ্রামের খালিয়ার বাইদ এলাকায় তাঁর জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানেই দাফন করা হবে।
–এসবি/সানি
Leave a Reply