নিজস্ব প্রতিবেদকঃ ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড’র বিধান মন্ত্রীসভায় সংশোধিত খসড়া চুড়ান্ত অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও স্বাগত জানিয়ে আনন্দ র্যালী করেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলা ছাত্রলীগ। বুধবার বিকেলে উপজেলা ছাত্রলীগের আয়োজনে র্যালিটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালি শেষে পৌর শহরের প্রাণকেন্দ্র মুখতার ফোয়ারা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল আল মামুন, সহ-সভাপতি আবদুর রউফ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড’র বিধান মন্ত্রীসভায় সংশোধিত ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ ২০০০’এর খসড়া চুড়ান্ত অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও স্বাগত জানান।
Leave a Reply