নিজস্ব প্রতিবেদক: ‘ মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’- এই শ্লোগানকে প্রতিপাদ্য করে আগামী ৩১অক্টোবর শনিবার কমিউনিটি পুলিশিং ডে পালিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সখীপুর থানা ক্যাম্পাসে প্রাক-প্রস্তুতি সভার আয়োজন করা হয়। প্রস্তুতি সভায় সখীপুর উপজেলা কমিউনিটি পুলিশিং- এর সভাপতি অধ্যক্ষ সাঈদ আজাদ সভাপতিত্ব করেন। এসময় সখীপুর থানার অফিসার ইন-চার্জ আমির হোসেন, কমিউনিটি পুলিশিং উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.শহীদুল ইসলাম, পৌর কমিউনিটি পুলিশিং এর সভাপতি এম ও গণি, সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ বক্তব্য দেন। সভায় বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিং এর সভাপতি সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
Leave a Reply