নিজস্ব প্রতিবেদক: সখীপুর কো-কম্পোষ্ট প্লান্ট পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী। বুধবার সকালে পৌরসভার ৬নং ওয়ার্ডের সেলামীচালায় অবস্থিত কো-কম্পোষ্ট প্লান পরিদশর্ন করেন। পরিদর্শন শেষে তিনি প্রধান অতিথি হিসেবে মানবববর্জ্য ও গৃস্থালিবর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে কো-কম্পোষ্ট প্লান্ট বিষয়ে এক কর্মশালায় অংশ নেন। সখীপুর পৌরসভা এ কর্মশালার আয়োজন করে। বীর মুক্তিযোদ্ধা সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ এতে সভাপতিত্ব করেন। কর্মশালালায় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা, ওসি তদন্ত লুৎফুল কবীর, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, স্বাস্থ্য কমর্কর্তা আবদুস সোবহান, প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল জলিল, ওয়াটার এইড বাংলাদেশের প্রগ্রাম ম্যানেজার ইমামুর রহমান, প্যানেল মেয়র রফিকুল ইসলাম, ওয়াটার এইডের প্রোগ্রাম অফিসার সুমন কুমার সাহা বক্তব্য দেন। কর্মশালায় বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও কাউন্সিলররা অংশ নেন। কর্মশালাং মানববর্জ্য ও গৃহস্থালিবর্জ্য ব্যবস্থাপনার মাথ্যামে কো-কম্পোষ্ট প্লান্টের ওপর গুরুত্বারোপ করা হয়। ওয়াটার এইড ও বাসা ওয়াশের সহযোগিতায় সখীপুর পৌরসভা কো-কম্পোষ্ট প্লান্ট বাস্তবায়ন করছে। এটি দেশে-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
Leave a Reply