ইসমাইল হোসেনঃ সখীপুরে নিজ অর্থায়নে প্রায় ৮ কিলোমিটার কাঁচা সড়ক সংস্কার করা হয়েছে। গত কয়েকদিনে উপজেলার বুড়িচালা গ্রামের ইউসুফ আলীর ছেলে শহিদুল ইসলাম রাজু কাকড়াজান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সড়ক মেরামত করেন।
জানা যায়, উপজেলার কাকড়াজান ইউনিয়নের বুড়িচালা, সাপিয়াচালা, দুর্গাপুর, নোয়ালীচালা, মামুদ নগর এলাকার কাঁচা সড়কগুলো গত বর্ষায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছিল। পরে ব্যবসায়ী শহিদুল ইসলাম রাজু সম্পূর্ণ নিজ অর্থায়নে ওইসব কাঁচা সড়ক মেরামতের উদ্যোগ নেন।
ওই সড়ক দিয়ে যাতায়াতকারী রাসেল আহদে বলেন, সমাজে শহিদুল ইসলামের মত অনেক লোক রয়েছে। কিন্তু তারা মানুষের কল্যানের কথা চিন্তা করেনা। কিন্তু শহিদুল ইসলাম জনপ্রতিনিধি না হয়েও জনকল্যাণে সড়কগুলো চলাচলের উপযোগী করে দিয়েছেন।
এ বিষয়ে শহিদুল ইসলাম রাজু বলেন, সড়কগুলোর অবস্থা খুবই খারাপ ছিল। মানবিক দায়িত্ববোধ থেকে ওইসব সড়ক মেরামত করা হয়েছে।
Leave a Reply