নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের বাসাইলে জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাসাইল উপজেলা জাতীয় পার্টির সভাপতি এড. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এড. আকবর আলী, খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মাষ্টার, যুগ্ম সাধারণ শাহিন সিকদার, পৌর সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মিজু আহম্মেদ খান শু প্রমুখ বক্তব্য দেন।
এ বিষয়ে কাজী আশরাফ সিদ্দিকী বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মহোদয়ের দিকনির্দেশনা সারাদেশে বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। আগামিতে জাতীয় পার্টির হাতকে শক্তিশালী করার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
Leave a Reply