নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইল-০৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি’র ঐচ্ছিক তহবিল এবং মানবিক সহায়তার আওতায় অসহায় ও দুস্থদের মাঝে চেক ও ঢেউ টিন বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা হলরুমে স্থানীয় সাংসদ এ্যাড. জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ লাখ ৯৯ হাজার টাকা ৭০ জন এবং ৮১ জনকে ৮১ বান্ডিল টিন বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারীর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply