নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে বহেড়াতৈল রেঞ্জের ৪টি বিটে ৯টি অবৈধ স’মিল উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদকৃত স’মিলগুলো হল- কাকড়াজান মরিচা বিটে ৩টি, কচুয়া বিটে ১টি, নলুয়া বিটে ১টি, কৈয়ামধু বিটে ৪টি।
সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামাল হোসেন তালুকাদারের নেতৃত্বে বুধবার সকাল থেকে অভিযান চালিয়ে এসব স’মিল উচ্ছেদ করা হয়। এ সময় বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এইচ এম এরশাদসহ স্থানীয় বিট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিল।
সহকারী বনসংরক্ষক জামাল হোসেন তালুকদার বলেন, অবৈধ স’মিল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply