নিজস্ব প্রতিবেদকঃ আজ তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ভোটগ্রহণ শেষ হচ্ছে। শনিবার সকাল ৮টায় শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে টাঙ্গাইলের সখীপুর পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনার কাজ। স্থানীয় নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সখীপুর পৌরসভা ২২ হাজার ৩৩৭ জন ভোটার রয়েছে। তিনজন মেয়র প্রার্থীসহ মোট ৩২ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা মাঠে রয়েছেন।
Leave a Reply