নিজস্ব প্রতিবেদকঃ প্রবাসী জাতীয়তাবাদী ফাউন্ডেশনের উদ্যোগে সখীপুরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মহানন্দপুর বিদ্যালয় মাঠে বিভিন্ন গ্রামের দেড়শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে কাকড়াজান ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আব্দুর রাজ্জাক তালুকদারের সভাপতিত্বে উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাসেম আজাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি নূর-ই-আলম, নাসির উদ্দিন, কাকড়াজান ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আবুল কালাম আজাদ মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply