নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কালিয়া ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি আয়নাল হকের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বড়চওনা উচ্চ বিদ্যালয় মাঠে ৪নং ওয়ার্ড় আওয়ামী লীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় ওয়ার্ড় আ.লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শামছুল হকের সভাপতিত্বে বাসাইল-সখীপুরের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার, জেলা পরিষদ সদস্য গোলাম কিবরিয়া বাদল, ইউপি চেয়ারম্যান কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজহারুল ইসলাম, ইউপি সদস্য মিজানুর রহমান, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রমুখ উপস্থিত ছিলেন। স্মরণ সভায় রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পরিবারবর্গ এবং এলাকাবাসী উপস্থিত হয়ে মরহুমের জীবনী সম্পর্কে আলোকপাত করেন। সেই সাথে তার বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
Leave a Reply