নিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মাত্র ১৪ ভোটের ব্যবধানে হেরেছে ছেলে। খবরটি শোনামাত্র চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন মা বুলবুলি বেগম (৬৫)। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তাঁর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরের বেতুয়া গ্রামে। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, পঞ্চম ধাপে শনিবার উপজেলার ছয়টি নিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মাত্র ১৪ ভোটের ব্যবধানে হেরেছে ছেলে। খবরটি শোনামাত্র চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন মা বুলবুলি বেগম (৬৫)। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তাঁর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরের বেতুয়া গ্রামে। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, পঞ্চম ধাপে শনিবার উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। বহেড়াতৈল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সদস্য পদে ৪৫৬ ভোট পান মো. আনিসুর রহমান। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজিজুল ইসলাম পান ৪৭০ ভোট। মাত্র ১৪ ভোটের ব্যবধানে হেরে যান আনিসুর। এ খবর শুনে তাঁর মা বুলবুলি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আনিসুর রহমান বলেন, ‘নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে আমার হেরে যাওয়ার খবর শুনে মা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আমার ছোট ভাই মোশারাফ হোসেন ও ছোট বোন মনিরা অসুস্থ হয়ে পড়েছে।’