এম. সাইফুল ইসলাম শাফলু : সখীপুর উপজেলার ৩৭ কমিউনিটি ক্লিনিকের একটিতেও বিদ্যুৎ সংযোগ নেই। এতে করে প্রতিদিন মাতৃত্বকালীন সেবা ও শিশু রোগীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিভাগকে বার বার তাগিদের পরও বিষয়টির কোন সুরাহা হয়নি। সারাদেশে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিতকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ দিতে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিলেও এর কোন তোয়াক্কাই করা হচ্ছে না সখীপুরে। বিদ্যুৎ না থাকায় স্বাস্থ্যবিভাগ থেকে দেওয়া ৩৭ টি ক্লিনিকের ৩৭ টি ল্যাপটপই অলস পড়ে আছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকার পরও সেবা দেওয়া সম্ভব হচ্ছে না রোগীদের। নিরুপায় গ্রামাঞ্চলের রোগীরা সরকারি সেবা থেকে বঞ্চিত হয়ে বেসরকারি ক্লিনিক নামক কসাইখানার দ্বারস্থ হচ্ছেন। এ সুযোগে বেসরকারি ক্লিনিক মালিকরা পরিণত হয়েছে রাগব বোয়ালে। উপজেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের সভাপতি জুয়েল মাহমুদ বলেন, আমাদের এ উপজেলায় ৩৭ টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে বারবার যোগাযোগ করেও আজ পর্যন্ত একটি ক্লিনিকেও বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা সম্ভব হয়নি। বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে মাতৃত্বকালীন প্রসূতিসেবা দেওয়া ও ল্যাপটপের মাধ্যমে তথ্য আদান-প্রদানে প্রতিনিয়তই ভোগান্তি পোহাতে হচ্ছে। এ বিষয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডিআই রেজাউল করিম বলেন, এ বিষয়ে জরুরি ভিত্তিতে বিদ্যুতের সংযোগ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে।