নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সখীপুর-সীডস্টোর সড়কটি চলাচলের অযোগ্য হয়েছে পড়েছে। চলতি বর্ষায় এ সড়কে অসংখ্য খানাখন্দে ভরে গেছে। খানাখন্দগুলো মরণ ফাঁদে পরিণত হয়েছে জানিয়েছেন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা। সড়কের এই নাজেহাল অবস্থায় যান চলাচল স্বাভাবিক রাখতে এগিয়ে এসেছেন সখীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার। ইট-বালি দিয়ে তিনি এ সড়কের পৌর এলাকার গর্তগুলো সংস্কার করেন। ব্যক্তিগত উদ্যোগে তাঁর এ সহায়তায় পৌরবাসী তাকে সাধুবাদ জানিয়েছেন। এ বিষয়ে যুবলীগ নেতা জাহাঙ্গীর তালুকদার বলেন, ‘এর আগেও আমি নিজ অর্থায়নে কয়েকটি সড়কের অংশ সংস্কার করেছি। আমি জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও মানুষের বিপদে সব সময় এভাবে পাশে থাকতে চাই।’
জানা যায়, সখীপুর-সীডস্টোর সড়কটি ঢাকা-ময়মনসিংহের সাথে সখীপুরের যোগাযোগের অন্যতম মাধ্যম। প্রতি বছর বর্ষায় এ সড়কের খানাখন্দগুলো পানিতে ভরে থাকে। গর্তগুলো পানিতে তলিয়ে থাকায় যানচলাচলের সময় চালকরা গভীরতা অনুমান করতে পারেন না। ফলে প্রায়ই ভারী যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বুধবার সকালে মাছ ব্যবসায় লাল মিয়া বাটাজোর থেকে পিক-আপ যোগে দেশীয় মাছ নিয়ে সখীপুর আসছিলেন। বাটাজোর স’মিলের কাছে পোঁছলে মাছ ভরা পি-ক্যাপটি গর্তে উল্টে যায়। ড্রাম ভর্তি মাছ ছড়িয়ে পড়ে সড়কের খাদে। এ সময় অনেকটা ক্ষোভ নিয়েই বাজারে উপস্থিত লোকজন জাল নিয়ে মাছ ধরতে নেমে পড়েন। যাগাযোগের অন্যতম মাধ্যম। প্রতি বছর বর্ষায় এ সড়কের খানাখন্দগুলো পানিতে ভরে থাকে। গর্তগুলো পানিতে তলিয়ে থাকায় যানচলাচলের সময় চালকরা গভীরতা অনুমান করতে পারেন না। ফলে প্রায়ই ভারী যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বুধবার সকালে মাছ ব্যবসায় লাল মিয়া বাটাজোর থেকে পিক-আপ যোগে দেশীয় মাছ নিয়ে সখীপুর আসছিলেন। বাটাজোর স’মিলের কাছে পোঁছলে মাছ ভরা পি-ক্যাপটি গর্তে উল্টে যায়। ড্রাম ভর্তি মাছ ছড়িয়ে পড়ে সড়কের খাদে। এ সময় অনেকটা ক্ষোভ নিয়েই বাজারে উপস্থিত লোকজন জাল নিয়ে মাছ ধরতে নেমে পড়েন।