বুধবার, অক্টোবর ৪, ২০২৩
Homeসখীপুরসড়কের কালভার্ট যেন মরণ ফাঁদ

সড়কের কালভার্ট যেন মরণ ফাঁদ

- Advertisement -spot_img

20160603195111

সজল আহমেদ :  সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের নলুয়া-চতলবাইদ বহুরিয়া বাজার সংলগ্ন এলাকায় রাস্তার মাঝে অবস্থিত কালভার্টটির মধ্য এবং উত্তর পাশের অংশ ভেঙ্গে গেছে। দেখলে মনে হয় যেন মরণ ফাঁদ। কালভার্টটি ভাঙ্গার কারণে সিএনজি, অটোবাইক, ট্রাক্টর, টমটম, নছিমন, করিমনসহ বড়বড় যানবাহন চলাচল ব্যহত হচ্ছে। ফলে এ রাস্তাদিয়ে এলাকার লোকজন তাদের প্রয়োজনীয় আসবাবপত্র, ঘর বাড়ি তৈরীর মালামাল পরিবহনে অসুবিধা হচ্ছে।
তাছাড়া এ এলাকার কৃষকরা ধান সহ বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করে। এদিকে মৌসুমী ফল আম, জাম, কাঁঠাল, লিচুসহ নানা রকমের ফল পাইকাররা কিনতে আসে। কিন্তু কালভার্টটি ভেঙ্গে যাওয়ার কারণে পাইকারী ব্যবসায়ীরা আসেনা। তাই মাথায় ভোজা নিয়ে, ঠেলাগাড়ি অথবা ভ্যান যোগে বেশী খরচ ও সময় খাটিয়ে কমমূল্যে বিক্রি করতে হয়। চতলবাইদ গ্রামের কৃষক মজিদ জানান, কালভার্টটি ভেঙে থাকার কারণে ধান এবং সবজি বিক্রয়ের ক্ষেত্রে যাতায়াত ভাড়া বেশী গুনতে হয়। এদিকে বিভিন্ন যানবাহন চালকরা বলেন, এই কালভার্টটি ধীর্ঘ দিন ধরেই ভাঙা আর তাতে করে যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। এই রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য লোকজন যাতায়াত করছে। নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয়, বহুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, চতলবাইদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিএএফ শাহীন কলেজ এবং বি.সি বাইদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী আসা যাওয়া করে। এলাকার সাধারণ লোকজন জানান, এই কালভার্টটি মেরামত করা তাদের দাবী, অতি জরুরী এই কালভার্টটি মেরামত করা না হলে এ এলাকার মানুষদের দুর্ভোগ কমবেনা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img