নিজস্ব প্রতিবেদক : সখীপুর উপজেলায় ব্যাংক কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা ও গাফিলতির কারণে ঈদের আগে ভাতা পাচ্ছেন না সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় আট হাজার সুবিধাভোগী। ফলে পরিবার পরিজন নিয়ে ওইসব ভাতাভোগীদের ঈদের আনন্দ ম্লান হতে চলেছে। স্থানীয় সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ৫ হাজার ৬’শ ৭৮ জন বয়স্ক, ১ হাজার ৩’শ ৯৬ জন প্রতিবন্ধী ও ১ হাজার ১’শ ৭৮ জন বিধবা সরকারের গৃহীত সামাজিক নিরাপত্তা কর্মসূচীর ভাতা গ্রহণ করেন। ঈদের আগেই যেনো ভাতা উত্তোলন করতে পারে সে লক্ষ্যে জুন মাসেই এসব ভাতাভোগীদের অর্থ ছাড় দিয়েছে সরকারের সংশ্লিষ্ট বিভাগ। কিন্তু ব্যাংক কর্মকর্তারা জনবল সংকট, কম্পিউটার সুবিধা না থাকা, জুন ক্লোজিংসহ বিভিন্ন অজুহাতে ঈদের আগে এসব ভাতা প্রদানে অনীহা প্রকাশ করেছেন।
পৌরসভার ৯নং ওয়ার্ডের শারীরিক প্রতিবন্ধী খোরশেদ আলম বলেন, ‘ঈদের আগে ভাতা না পেলে পরিবার নিয়ে কিভাবে ঈদ করব ভেবে পাচ্ছিনা।’
সখীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফরহাদ হোসেন ভূঞা বলেন, ‘সুবিধা বঞ্চিতদের জন্য সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচী চালু করেছেন। অথচ স্থানীয় ব্যাংক কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা ও গাফিলতির কারণে ঈদের আগে ওইসব সুবিধাভোগীরা ভাতা উত্তোলন করতে না পারলে তাঁরা ঈদ আনন্দ থেকে বঞ্চিত হবে।’
এ ব্যাপারে উপজেলার বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সঙ্গে বৃহস্পতিবার যোগাযোগ করা হলে তাদের কাছ থেকেও ঈদের আগে ভাতা প্রদানের নিশ্চয়তা পাওয়া যায়নি। কৃষি ব্যাংক সখীপুর শাখার ব্যাবস্থাপক শরীফুল ইসলাম, কচুয়া শাখার ব্যবস্থাপক আবদুল জলিল, নলুয়া শাখার ব্যবস্থাপক সুজিত কুমার দত্তের কাছে জানতে চাইলে তাদের আন্তরিকতা থাকা সত্ত্বেও জনবল সংকট, কম্পিউটার সুবিধা না থাকা, জুন কোজিংয়ের ব্যস্ততার কারণে সুবিধাভোগীদের ভাতা দেওয়া সম্ভব হয়ে উঠছে না বলে জানান।