বুধবার, অক্টোবর ৪, ২০২৩
Homeসখীপুরবড়চওনা-দেবরাজ সড়কের বেহাল দশা

বড়চওনা-দেবরাজ সড়কের বেহাল দশা

- Advertisement -spot_img

সাজ্জাত লতিফ : বড়চওনা থেকে দেবরাজ রাস্তার কোনো  অবিভাবক নেই। বড়চওনা থেকে দাড়িপাকা পর্যন্ত রাস্তা পাকা হলেও দাড়িপাকা থেকে দেবরাজ রাস্তা না হওয়ায় কালিহাতি থেকে ভালুকা যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ রাস্তার দূরত্ব মাত্র ৪ কিলোমিটার। আর এ ৪ কিলোমিটার রাস্তার জন্য ৪০-৪৫ কিলোমিটার রাস্তা ঘুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ও কাজী নজরুল বিশ্ববিদ্যালয় যেতে হয়। এ ছাড়া নানাবিদ কাজে কালিহাতি, সখীপুর, ঘাটাইলের মানুষ শুধুমাত্র এ রাস্তার কারণে অনেক সময় ও অর্থ ব্যয় করে ভালুকা ও ময়মনসিংহ যোগাযোগ করে। যা এ অঞ্চলের হাজার হাজার মানুষের জন্য বড় ধরনের দুর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে।
অপরদিকে বৃহৎ এ এলাকার জনগণ তাদের উৎপাদিত ধান, পাট, আখ, আদা, হলুদ, কচু, বাঁশ ও নানা ধরনের কাঠ রাস্তার অভাবে ন্যায্য মূল্যে বিক্রি থেকে বঞ্চিত হচ্ছে। বড়চওনা, দেবরাজ, খালিয়ার বাইদ, টিকুরিয়াবাড়ী, বানিয়ারসিট, নামদারপুর, মাচিয়া, আউলিয়ারচালা, আংগারগাড়া, দৌলা,নয়াপাড়া, রাখালিপাড়া, দামিয়া ও মল্লিক বাড়ীর মানুষ রাস্তার অভাবে সীমাহীন কষ্টে যোগাযোগ রক্ষা করে চলছে।
দেবরাজ গ্রামের বকুল মিয়া বলেন, দেবরাজ সখীপুরের সীমান্ত এলাকায় থাকায় রাস্তার খোঁজ খবর কেউ রাখে না। তবে এ রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। ভোটের চিন্তা করে হলেও নেতৃবৃন্দের এ রাস্তাটি করা উচিৎ।
দাড়িপাকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, শুধুমাত্র এ রাস্তার অভাবে অনেক ছাত্র-ছাত্রী ঠিক মত বিদ্যালয়ে আসা যাওয়া করতে পারে না। তাছাড়া এ অঞ্চলের সাধারণ কৃষক তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাচ্ছে না।
সখীপুর উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ কুদ্দুস বলেন, এ রাস্তাটি জনগুরুত্বপূর্ণ। এ রাস্তার বরাদ্দ পেলে আমরা দরপত্র আহবান করব।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img