নিজস্ব প্রতিবেদক : সখীপুরে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, চুরি-ডাকাতি, প্রতিরোধে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার শ্রীপুর-কুতুবপুর রওশন আরা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কালিয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম কামরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া বাদল, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম, আবদুল মান্নানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যাগণ সভায় উপস্থিত ছিলেন। প্রসঙ্গত; গত কয়েকদিন ধরে উপজেলার কয়েকটি এলাকায় ডাকাতির ঘটনায় জনগণ উদ্বিগ্ন হয়ে পড়ে। মাদক, সন্ত্রাস, ইভটিজিং, চুরি-ডাকাতি, প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।