- সখীপুর বার্তা ডেস্ক: বাস চালকের কারাদন্ডের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের ডাকা সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘট টাঙ্গাইলেও পালিত হচ্ছে। মঙ্গলবার সকাল থেকেই টাঙ্গাইল বাস টার্মিনালের শ্রমিকরা বাস, কোচ ও মিনিবাস চলাচল বন্ধ করে দেয়। ফলে টাঙ্গাইলের সাথে ঢাকা ও ময়মনসিংহের সাথে বাস চলাচল বন্ধ রয়েছে। একই সাথে জেলার অভ্যন্তরীন সড়কেও বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। এ অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছে বাসের যাত্রীরা। প্রয়োজনীয় কাজে তারা গন্তব্যে যেতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মীর লুৎফর রহমান লালজু জানান, দাবি না মানা পর্যন্ত টাঙ্গাইল বাস টার্মিনাল থেকে কোন বাস চলাচল করবেনা। অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সূত্র: ভাসানীর কথা