নিজস্ব প্রতিবেদক: সখীপুরে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার কুতুবপুর চারিবাইদা বাজারে ‘মানবকল্যাণ ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও সখীপুর চক্ষু হাসপাতাল যৌথভাবে এ ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে ওই গ্রামসহ আশ-পাশের বিভিন্ন গ্রামের প্রায় দুইশত হতদরিদ্র চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়। চক্ষু ক্যাম্পে সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম.শওকত আলী মাষ্টারের সভাপতিত্বে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, মোশারফ হোসেন জাফর, আনোয়ার হোসেন, আবদুর রউফ, সবুজ আহম্মেদ প্রমুখ।