শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
Homeজাতীয়সখীপুর বার্তার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সখীপুর বার্তার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

- Advertisement -spot_img

16788087_1256386487775746_1310985982_n

নিজস্ব প্রতিবেদক: ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি ‘বস্তুনিষ্ঠ সংবাদের প্রামাণ্য দলিল’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছিল সাপ্তাহিক সখীপুর বার্তা। পত্রিকাটি পাঠকদের ভালোবাসায় সিক্ত হয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে। অনেকটা ঘরোয়াভাবে গত মঙ্গলবার পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বিকালে এ উপলক্ষে সখীপুর প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটার আয়োজন করা হয়। স্বল্প পরিসরের এ আয়োজনে সখীপুর বার্তার সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার ও তাঁর সহ ধর্মিনী রাশেদা রাশু, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক বাপপা, সহ-সভাপতি মতিউর রহমান, সখীপুর বার্তার উপ-সম্পাদক মামুন হায়দার, এম. সাইফুল ইসলাম শাফলু ও তাঁর সহ-ধর্মিনী শারমীন আক্তার রিতা, যুগ্ম সম্পাদক সাজ্জাত লতিফ, নির্বাহী সম্পাদক আলীম মাহমুদ জুনিয়র, বার্তা সম্পাদক সাইফুল ইসলাম সানি, প্রেসক্লাবের সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোজাম্মেল হক সজল ও তাঁর সহ-ধর্মিনী লাবনী আক্তার, আলোকিত বাংলাদেশ-এর সংবাদদাতা ইসমাইল হোসেন, ভোরের ডাক প্রতিনিধি আল-রাজিব, দৈনিক ডেসটিনি প্রতিনিধি নুরুল ইসলাম নাফিস, দৈনিক বর্তমান সংবাদদাতা সজল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও ওইদিন বিকালে সখীপুর আবাসিক মহিলা কলেজের প্রভাষক শরীফুল ইসলাম হান্নান, কবি শাহ আলম সানি, নাছিরুল ইসলাম, নির্ভুল ও অপরাহ্ন সখীপুর বার্তাকে শুভেচ্ছা জানাতে আসেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img