- নিজস্ব প্রতিবেদক: সখীপুরে কৃষক-কৃষাণীদের মধ্যে মাল্টা, কমলা, জাম্বুরা ও লেবুর চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ‘সাইট্রাস ডেভেলপমেন্ট প্রজেক্ট’ এর আওতায় ৮০জন কৃষক ও ১০০ জন কৃষাণীকে এক দিনের প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণ শেষে বসতবাড়ির আঙিনায় রোপনের জন্য প্রত্যেককে ১২টি করে ফলদ চারা প্রদান করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ফায়জুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. আবদুল আজিজ প্রধান অতিথি ছিলেন। এ সময় টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল হাশিম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল মামুন রাসেল, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনিছুর রহমানসহ বিভিন্ন ব্লকের সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষিকর্মর্তারা উপস্থিত ছিলেন।