- নিজস্ব প্রতিবেদক: সখীপুরে সড়ক দুর্ঘটনায় রাবেয়া খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। গত ১৪ মার্চ মঙ্গলবার বিকেলে অটোভ্যান যোগে সখীপুর যাওয়ার পথে উপজেলা তৈলধার বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ভ্যানটি উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধা রাবেয়া খাতুনকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত রাবেয়া আক্তার উপজেলার কাজিরামপুর গ্রামের মৃত আব্দুস সালামের স্ত্রী।