শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
Homeজাতীয়বেলাল খানের গানে মাজনুন মিজান-রাণীর রসায়ন

বেলাল খানের গানে মাজনুন মিজান-রাণীর রসায়ন

- Advertisement -spot_img

index

  • সখীপুর বার্তা বিনোদন ডেস্ক: নাটক-চলচ্চিত্রের প্রশংসিত অভিনেতা মাজনুন মিজান। অন্যদিকে সংগীতের জনপ্রিয় মুখ বেলাল খান। সঙ্গে মডেলিং ও অভিনয়ে বেশ এগিয়ে যাচ্ছেন রাণী আহাদ। এই তিনজন এবার এক হলেন। আর সেটা একটি নতুন গানের ভিডিওর মাধ্যমে। গানটির নাম ‘পাতার বাঁশি’। এতে বেলাল খানের সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন সাবরিনা। কথা লিখেছেন এ মিজান। জেকে মজলিশের সংগীতায়োজনে গানটি সুরও করেছেন বেলাল। আর এই গানটির মাধ্যমে মাজনুন মিজানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাণী আহাদ। সম্প্রতি রাজধানীর অদূরে মানিকগঞ্জ ও সাভারের বিভিন্ন মনোরম লোকেশনে ভিডিওটি নির্মিত হয়েছে। এটি নির্মাণ করেছেন তপু খান। ৩রা মার্চ বিকালে ইউটিউবসহ অন্তর্জালের বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে মিউজিক ভিডিওটি প্রকাশ করেছে দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি। এর অডিও প্রকাশ বলেন, আমার লম্বা ক্যারিয়ারে এর আগে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছি। তবে এটি ব্যতিক্রমী কাজ। গানটি শুনে এবং ভিডিওটির গল্প জেনেই কাজটি করেছি। শুটিং শেষে ভিডিওটি দেখে আমি রীতিমতো মুগ্ধ। সত্যি বলতে এতে আমি আমাকে নতুন করে আবিষ্কার করেছি। ভিডিওটি দর্শকদের অবশ্যই ভালো লাগবে। এদিকে বেলাল খান বলেন, গানটির কথা-সুর ও ভিডিও
    সবমিলিয়ে চমৎকার কিছু হয়েছে। আমি গান এবং ভিডিওটি নিয়ে ভীষণ আশাবাদী। আমার বিশ্বাস শ্রোতা-দর্শকরা ভালো কিছু পাবেন। আমারও খুব পছন্দের একটি কাজ হয়েছে এটি। ভিডিওতে মিজানের নায়িকা রাণী আহাদ বলেন, আমি এর আগেও অনেক গানের ভিডিওতে মডেল হয়েছি। কিন্তু এই কাজটি আমার কাছে একেবারের অন্যরকম ভালোলাগার একটি কাজ হয়েছে। আমার বিশ্বাস কাজটি দর্শকদের প্রত্যাশা পূরণ করবে।                সূত্র: মানবজমিন
- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img