- নিজস্ব প্রতিবেদক: সখীপুরে একটি পাঁচতলা ফ্ল্যাট বাড়ি থেকে একই সঙ্গে পাঁচটি মোটরসাইকেল চুরি হয়েছে। বুধবার রাতে সখীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সার্জেন্ট (অব.) ইসমাইল হোসেনের ফ্ল্যাট বাড়িতে (হাজী ভিলা) এ দু:সাহসিক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে বাড়ির মালিক ইসমাইল হোসেন সখীপুর থানায় লেখিত অভিযোগ করেছেন।
জানা যায়, পৌর শহরের ৪ নং ওয়ার্ডের হাজী ভিলা নামের পাঁচতলা ফ্ল্যাট বাড়িতে ২১ জন ভাড়াটিয়া থাকেন। ওই বাড়ির নীচতলার গ্যারেজে বাড়াটিয়াদের ১৬টি মোটরসাইকেল রাখা ছিল। বুধবার রাতে সংঘবদ্ধ চোরচক্র বাড়ির গেট ও গ্যারেজের তালা ভেঙে পাঁচটি মোটরসাইকেল নিয়ে যায়। চুরি হওয়া মোটর সাইকেলগুলো হচ্ছে- ওই বাসার ভাড়াটিয়া উপজেলার বাঘের বাড়ি গ্রামের ওমর ফারকের ডিসকভার ( ঢাকা মেট্রো-হ- ৫১-৯২৩৩), এনজিও সংস্থা ব্র্যাকের স্থানীয় শাখার কর্মকর্তা অনুপ কুমার মন্ডলের ডিসকভার (নওগাঁ-হ ১৩-৯৯৬৫) , উপজেলার তক্তার চালা গ্রামের ফিরোজ আল-মামুনের হিরো ( ঢাকা মেট্রো- হ- ৪৩৯৬৩৯), গজারিয়া গ্রামের বাদল মিয়ার ডিসকভার, এবং ভালুকা উপজেলা পালগাঁও গ্রামের আজিবর রহমানের এপাসি।
বাড়ির মালিক ইসমাইল হোসেন বলেন, ‘বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে ওঠেই দেখি গেট ও গ্যারেজের তালা ভেঙে ৫টি মোটরসাইকেল চোরেরা নিয়ে গেছে।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চুরি হওয়া মোটরসাইকেলগুলো উদ্ধারে এবং চোরচক্রের সন্ধ্যানে পুলিশ মাঠে নেমেছে।’