সখীপুর (টাঙ্গাইল) : উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে সখীপুরে শুক্রবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ইউএনও মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি অনুপম শাহজাহান জয়। অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সখীপুর পিএম পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়।